ঢাকা | বঙ্গাব্দ

উত্তরার বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য বারিধারায় হেফাজতের দুআ মাহফিল আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2025 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

জুলাই৩৬ নিউজ | ঢাকা, ২২ জুলাই
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় আজ বাদ এশা হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখার উদ্যোগে রাজধানীর বারিধারায় বিশেষ দুআ মাহফিল অনুষ্ঠিত হবে।
স্থান ও সময়:
আজ ২২ জুলাই, সোমবার, বাদ এশা
স্থান: জামিয়া মাদানিয়া মাদরাসা, বারিধারা, ঢাকা
🔹 সভাপতিত্ব করবেন:
মুফতি মনির হোসাইন কাসেমী — জামিয়া মাদানিয়ার মুহতামিম ও হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব
উপস্থিত থাকবেন:
মাওলানা আজীজুল হক ইসলামাবাদী
হেফাজতের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ
বিশেষ দুআ পরিচালনা করবেন:
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি দাঈ ও বক্তা মাওলানা তারিক মাসউদ (পাকিস্তান)

দুআর আহ্বান:
হেফাজতের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান ইতোমধ্যে সারা দেশে সকল মসজিদে দুআর আয়োজনের নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনার অংশ হিসেবেই ঢাকা মহানগরে এ আয়োজন।

হেফাজত নেতৃবৃন্দ সবাইকে এই দুআ মাহফিলে শরিক হয়ে হৃদয়ের গভীর থেকে দুআ করার আহ্বান জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স