ঢাকা | বঙ্গাব্দ

ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড সম্পন্ন: রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায়

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2025 ইং
বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার প্যারেড গ্রাউন্ডে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ছবির ক্যাপশন: বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার প্যারেড গ্রাউন্ডে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়
ad728

জুলাই৩৬ নিউজ ডেস্ক | ২২ জুলাই ২০২৫

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শহীদ বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম-এর ফিউনারেল প্যারেড আজ মঙ্গলবার সম্পন্ন হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয় নিজ জেলা রাজশাহীতে।

🎖️ শ্রদ্ধা ও বিদায়

বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার প্যারেড গ্রাউন্ডে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনীর সহকারী প্রধান তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান।

প্যারেডে উপস্থিত ছিলেন মরহুমের পরিবার, সহকর্মী, সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ও অন্যান্য সামরিক-বেসামরিক কর্মকর্তারা।

যুদ্ধে নয়, প্রশিক্ষণে শহীদ

২১ জুলাই, সোমবার দুপুরে এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি প্রশিক্ষণ চলাকালীন যান্ত্রিক ত্রুটিতে পড়ে। বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম প্রাণপণ চেষ্টা করেন বিমানটি জনবসতিহীন এলাকায় নামাতে। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি এবং বিমানটি মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়।

তাঁর এ আত্মত্যাগে বেঁচে গেছে বহু মানুষের প্রাণ, যদিও নিজেরটি রক্ষা করতে পারেননি। সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২৭ বছর ৮ মাস ১৩ দিন।

সংক্ষিপ্ত জীবন, গৌরবময় অধ্যায়।

  • জন্ম: ৯ নভেম্বর ১৯৯৭, সপুরা গ্রাম, রাজশাহী।
  • শিক্ষা: পাবনা ক্যাডেট কলেজ (SSC & HSC), বিএসসি (এ্যারোনটিক্স), বিইউপি।
  • কমিশন: ১ ডিসেম্বর ২০১৯, জিডি (পি) শাখায়।
  • চাকরি: ৫ বছর ৭ মাস ২১ দিন।
  • স্কোয়াড্রন পাইলট হিসেবে ১৫ ও ৩৫ স্কোয়াড্রনে কর্মরত ছিলেন।
  • সফলভাবে সম্পন্ন করেন দেশে-বিদেশে মোট ১০টির বেশি উচ্চতর প্রশিক্ষণ।

জাতির শ্রদ্ধা ও কৃতজ্ঞতা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানও কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান এই সাহসী অফিসারের প্রতি।

“তিনি ছিলেন আকাশের সন্তান, যিনি নিজের জীবন দিয়ে বাঁচিয়ে গেলেন শত জীবন।”


নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স