ঢাকা | বঙ্গাব্দ

গ্রাহকের টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তা,ভুক্তভোগীদের মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2025 ইং
সংগৃহীত, ছবির ক্যাপশন: সংগৃহীত,
ad728
নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণার দুর্গাপুরে হতদরিদ্র ব্যাক্তিদের ডিডব্লিউ কর্মসূচির ২৫৫ জন মহিলা সদস্যদের জমাকৃত টাকা আত্মসাতের সাথে ‘‘ব্যাংক এশিয়া বিরিশিরি শাখার কর্মকর্তাদের’’ বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

বুধবার (২৩ জুলাই) উপজেলা পরিষদ চত্ত্বরে বিরিশিরি, গাঁওকান্দিয়া ও বাকলজোড়া ইউনিয়নের ভুক্তভোগীদের অংশগ্রহণে
এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গ্রাহকদের টাকা অ্যাকাউন্টে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে ওই ব্যাংকের কর্মকর্তা ও মাঠকর্মীদের বিরুদ্ধে। 

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন  ভুক্তভোগী তাসলিমা আক্তার, কামরুন নাহার  মাসুদা খাতুন, হেলেনা আক্তার, আসমা খাতুন, রোকসানা, রুজিনা, সাহারা বেগম, শামছুর নাহার প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের বিজিডি কার্ড, ডিপিএস, মাতৃত্ব ভাতা এবং সাধারণ গ্রাহকদের জমাকৃত টাকা সহ প্রায় ৪০ লক্ষ টাকা আত্মসাৎ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। আমাদের টাকা জমার রশিদের সাথে মূল ব্যালেন্সের কোন মিল নাই। গত কয়েকদিন ধরে ব্যাংকের ফটকে তালা ঝুলিয়ে এলাকা থেকে সটকে পড়েছে ওই শাখার কর্মকর্তা ও মাঠকর্মীরা। হতদরিদ্র পরিবার ও সাধারণ গ্রাহকের জমাকৃত টাকা ফেরত পাওয়ার জন্য সরকারের উর্দ্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।

বিরিশিরি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন, ব্যাংক এশিয়া বিরিশিরি শাখায় হতদরিদ্র পরিবার ও সাধারণ গ্রাহকের বহু টাকা জমা রয়েছে। দীর্ঘদিন ধরেই টাকা আদান-প্রদান নিয়ে টালবাহানা শুরু করেছে ব্যাংক কর্মকর্তা মাঠকর্মীরা। এলাকাবাসী টাকা আত্মসাতের  বিষয়টি বুঝতে পারলে তারা ব্যাংকে তালা দিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে উর্ধ্বতন  মহলের হস্তক্ষেপ কামনা করছি।

নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স