ঢাকা | বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে জীবন রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2025 ইং
ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ভেসে থাকা ট্রলার ও ১৮ জেলে উদ্ধার ছবির ক্যাপশন: ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ভেসে থাকা ট্রলার ও ১৮ জেলে উদ্ধার
ad728


চট্টগ্রাম | জুলাই৩৬ নিউজ ডেস্ক

 ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ভেসে থাকা ট্রলার ও ১৮ জেলে উদ্ধার

বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরের গভীরে ইঞ্জিন বিকল হয়ে ভেসে থাকা একটি মাছ ধরার ট্রলার এবং ১৮ জন অসহায় জেলেকে উদ্ধার করেছে।

গতকাল মঙ্গলবার (২২ জুলাই) কক্সবাজারের মহেশখালীর ২৫ মাইল পশ্চিমে গভীর সমুদ্রে নিয়মিত টহলের সময় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘শহীদ ফরিদ’ ওই বিপদগ্রস্ত ‘হাবিবা’ নামের ট্রলারটি চিহ্নিত করে। জাহাজের ক্রু সদস্যরা দেখতে পান, ট্রলার থেকে বারবার বিপদ সংকেত প্রদর্শন করা হচ্ছে।

জেলেদের কাছ থেকে জানা যায়, ট্রলারের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যাওয়ায় তারা গত চারদিন ধরে গভীর সমুদ্রে ভেসে ছিলেন। তাদের কাছে থাকা খাবার ও বিশুদ্ধ পানিও শেষ হয়ে গিয়েছিল, ফলে তারা চরম দুরবস্থায় পড়েন।

নৌবাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার কার্যক্রম চালিয়ে জেলেদের খাবার, পানি ও প্রাথমিক চিকিৎসা সরবরাহ করেন। পরে ট্রলারসহ ১৮ জেলেকে নিরাপদে কুতুবদিয়া উপকূলে পৌঁছে দেওয়া হয়।

উদ্ধারপ্রাপ্ত জেলেরা জানান, তারা ভোলা জেলার মনপুরা এলাকা থেকে মাছ ধরতে সাগরে যান। প্রাণে বেঁচে ফিরে পরিবারে ফিরতে পারায় তারা নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স