মানুষের ভোগান্তি লাঘবে মানবিক দৃষ্টান্ত স্থাপন
লাকুরিয়া পাড়া, ধামরাই | ২৩ জুলাই ২০২৫ | জুলাই৩৬ নিউজ
জনদুর্ভোগের বাস্তব চিত্র দেখে বসে থাকেননি তিনি। ধামরাই পৌরসভার লাকুরিয়া পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে অবহেলিত ও খানাখন্দে ভরা একটি রাস্তা নিজের অর্থায়নে সংস্কার করলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।
দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তাটি ছিল চলাচলের অনুপযুক্ত। বর্ষাকালে জলাবদ্ধতা আর শুকনো মৌসুমে ধুলাবালিতে অতিষ্ঠ ছিলেন সাধারণ মানুষ। এই করুণ অবস্থা দেখে অভি নিজেই ইট, খোয়া, বালুসহ প্রয়োজনীয় সরঞ্জাম কিনে এনে স্থানীয় কিছু যুবকদের সহায়তায় রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেন।
স্থানীয়দের মতে,
“এই রাস্তায় চলাচল ছিল চরম কষ্টকর। অভি ভাইয়ের উদ্যোগে এখন আমরা স্বস্তি পাচ্ছি।”
নাজমুল হাসান অভি বলেন:
“এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। তাদের কষ্ট দেখে আমি বসে থাকতে পারিনি। নিজে উপস্থিত থেকে সংস্কারের কাজ তদারকি করেছি। এটা কোনো দয়া নয়—আমি এটাকে আমার সামাজিক দায়িত্ব হিসেবে দেখছি।”
এলাকাবাসীরা তাঁর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন,
“জনপ্রতিনিধিদের উদাসীনতার জায়গা থেকে এমন নেতারাই জনগণের প্রকৃত ভরসা।”
এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্য করেছেন—"নেতৃত্ব মানে কেবল কথা নয়, কাজ দিয়ে প্রমাণ করতে হয়।"
জুলাই ৩৬ নিউজ