ঢাকা | বঙ্গাব্দ

"বস্তাপচা নির্বাচন মেনে নেব না, চাই লেভেল প্লেয়িং ফিল্ড" — সিলেটে আমীরে জামায়াত ডা. শফিক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2025 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


সিলেট, ২৩ জুলাই:
"আমরা অতীতের মতো বস্তাপচা নির্বাচন চাই না, এমন নির্বাচন মেনেও নেব না"— এমন হুঁশিয়ারি দিয়ে নির্বাচনকে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডে আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং কালো টাকার প্রভাব ও মাস্তানতন্ত্রমুক্ত।”

তিনি আজ বুধবার (২৩ জুলাই) সিলেটের বিয়ানীবাজারে অনুষ্ঠিত জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম।

ডা. শফিক বলেন, “দেশ থেকে গত ১৫ বছরে পাচার হয়েছে প্রায় ২৬ লাখ ৫৮ হাজার কোটি টাকা— যা দেশের বার্ষিক বাজেটের পাঁচগুণ। এই অর্থ দেশেই থাকলে বাংলাদেশ অনেক এগিয়ে যেত। দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি ও বুদ্ধিবৃত্তিক দুর্নীতির বিরুদ্ধেই আমাদের লড়াই।”

তিনি আরও বলেন, “আমরা কোনো প্রতিশোধে বিশ্বাস করি না। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর সারাদেশে পাহারা বসিয়েছি। শহীদদের পরিবারকে আমরা নিয়মিত সহায়তা দিচ্ছি। সুমাইয়ার মেয়ের দায়িত্ব আমরা নিয়েছি।”

ডা. শফিকুর রহমান বলেন, “বিদেশিরাও বলছে— শুধু দুর্নীতি কমলেই বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। আমরা চাই মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ।”

জুলাই বিপ্লব প্রসঙ্গে তিনি বলেন, “আমরা কাউকে ‘মাস্টারমাইন্ড’ দাবি করি না। এই বিপ্লবের নায়ক ছিল গোটা জাতি।”

নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করাও আমাদের দাবি।”

সমাবেশে আরও যারা বক্তব্য রাখেনঃ

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট মহানগরের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, অধ্যাপক আবদুল হান্নান, মুহাম্মদ জয়নাল আবেদীন প্রমুখ।

স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেনঃ

বিয়ানীবাজার পৌর আমীর মাওলানা মোস্তফা উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ মাওলানা নাজমুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ফরিদ আল মামুন, সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, জামায়াত ও শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ।


নিউজটি আপডেট করেছেন : জুলাই ৩৬ নিউজ

কমেন্ট বক্স